
বগুড়ার শেরপুর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে শহরের শান্তি পার্ক কেজি স্কুলের হলরুমে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মহিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমানকে সভাপতি ও ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সোবহানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (তালতা উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি কামরুল হাসান (শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়), বাশির উদ্দিন (কল্যানী উচ্চ বিদ্যালয়), খলিলুর রহমান (সীমাবাড়ী এস, আর বালিকা উচ্চ বিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক গোপিনাথ (মজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়), এস, এম আবু সুফিয়ান (দোয়ালসাড়া মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (ভবানীপুর উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মো নূরনবী (শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়), প্রচার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাজু আহম্মেদ (ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়), দপ্তর সম্পাদক আব্দুস সবুর (বিশালপুর উচ্চ বিদ্যালয়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিক মোহাম্মদ ফিরোজ (কানাইকান্দর উচ্চ বিদ্যালয়), সমাজ কল্যান সম্পাদক আবুল কাশেম (বেটখৈর উচ্চ বিদ্যালয়), ধর্মীয় সম্পাদক আবু মূসা (ধড়মোকাম স্কুল অ্যান্ড কলেজ), নির্বাহী সদস্য ধীমান কুমার মন্ডল (মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়), মাছুদ রানা (ভীমজানি উচ্চ বিদ্যালয়), সুবোধ চন্দ্র (বিরাকৈর উচ্চ বিদ্যালয়), মাসুদ রানা (বিশ্বা উচ্চ বিদ্যালয়), আতাউর রহমান (হুসনাবাদ উচ্চ বিদ্যালয়), কমিটির উপদেষ্টা হলেন মনিরুজ্জামান (উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়), আব্দুল হামিদ বাশার (হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়), নূর মোহাম্মদ (গুয়াগাছী উচ্চ বিদ্যালয়)।
ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
from WordPress https://ift.tt/3pbXaaX
via IFTTT