রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভন মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
এ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে এই মামলায় আসামি করা হচ্ছে।
আজ সকালে জেলা প্রশাসকের কাছে এ মামলার আবেদন জমা দেওয়া হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম এ আবেদন করেন।
আবেদন জমা দেওয়ার পরে দুপুর ১২টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কুমারপাড়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে খায়রুজ্জামান লিটন মামলার প্রক্রিয়াটি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
মামলা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়া গেলে কী করা হবে, তা জানতে চাইলে খায়রুজ্জামান লিটন বলেন, তিনি ইতিমধ্যে ঢাকায় কথা বলেছেন। অনুমতি না পাওয়ার কথা না। তারপরও এ বিষয়ে তাঁদের কর্মসূচি থাকবে। আজ বিকেলেই একটি প্রতিবাদসভা রয়েছে। পরবর্তী কর্মসূচির কথা পরে জানানো হবে।
from WordPress https://ift.tt/3sYS1oT
via IFTTT